জাবিতে মিশু স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট শুরু

শাহাদত হোসাইন স্বাধীন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সড়ক দূর্ঘটনায় নিহত জাবি ছাত্র আরফাত আখতার মিশুর স্মরণে ফুটবল টূর্ণামেন্ট শুরু হয়েছে।

আজ ( ০৪ আগস্ট -বৃহস্পতিবার) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টূর্ণামেন্টের উদ্বোধন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. আকবর হোসেন।

উদ্বোধকের পাশাপাশি মাঠে উপস্হিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন একই বিভাগের শিক্ষক ড.মানস চৌধুরী,মোঃমাসুদ রানা ও সাজ্জাদুল ইসলাম সাগর।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে শুরু হওয়া এই টূর্ণামেন্টে ৫টি দল অংশগ্রহণ করছে। নৃবিজ্ঞান ৪৫ ব্যাচ,নৃবিজ্ঞান ৪৪ ব্যাচ,নৃবিজ্ঞান ৪৩ ব্যাচ ও নৃবিজ্ঞানী ৪২ ব্যাচ,নৃবিজ্ঞান ৪১ ব্যাচ।

প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। উদ্বোধনী ম্যাচে নৃবিজ্ঞান ৪৫ ব্যাচ নৃবিজ্ঞান ৪১ ব্যাচের মোকাবেলা করে।
ম্যাচটি গোল শূন্য ড্র হয়।

উল্লেখ্য গত ২৯ জুলাই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর নৃবিজ্ঞান ৪৪ তম ব্যাচের ছাত্র আরাফাত আখতার মিশু।
নিহত মিশুর স্মরণে ও সড়ক দূর্ঘটনা রোধে জনসচেনতা তৈরীতে নৃবিজ্ঞান বিভাগ টূর্নামেন্টির আয়োজন করে।

মিশুর বন্ধু কামরুল হাসান শাওন বলেন,””আমরা আর কোন মিশুকে হারাতে চায় না। তাই সবাইকে সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবিতে সচেতন করতে মিশু স্মৃতি টূর্নামেন্টের আয়োজন করা হয় বিভাগ থেকে””।

টূর্নামেন্টের প্রতিটি ম্যাচ প্রতিদিন বেলা তিনটায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ।



মন্তব্য চালু নেই