জাবিতে মহিলা পরিষদের সেমিনার

শাহাদাত হোসাইন স্বাধীন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে( জাবি) বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ বিষয়ক -সিডও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|

আজ ২৭ অক্টোবর(বৃহস্পতিবার)সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটেরিয়ামে আয়োজিত সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাবি উপাচার্য ড. ফারজানা ইসলাম| অনুষ্ঠানে| বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. রাশেদা আক্তারের সভাপতিত্বে

মূল আলোচনা পেশ করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম|

তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন আমাদের নীতিমালাগুলো নারীবান্ধব কিনা ভাবতে হবে| বায়োলজিকাল পার্থক্যের জেরে সামাজিক অসমতা বন্ধ করতে হবে| একজন নারীর মা হিসেবে সন্তানের উপর অধিকার ,সম্পদের উপর অধিকারের উপর সমতা নেই|সমাজের প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত জীবনেও সমতা তৈরী হয় নি| এই বৈষম্য দূর করতে রাষ্ট্টকে অগ্রণী ভূমিকা রাখতে হবে| একজন নারীও যে মানুষ সে ধারণা তরুণ প্রজন্মের মাঝে পাকাপোক্ত করতে হবে| সিডিও একটি সমতার সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে এবং কাজ করে যাবে|

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদেরকে মহিলা পরিষদ সম্পাদিত ‘মহিলা সমাচার’ বই দেয়া হয়|



মন্তব্য চালু নেই