বর্ষবরণে যৌন নিপীড়ন

জাবিতে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আজীবন বহিষ্কার

বর্ষবরণে আদিবাসী ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী।

শনিবার রাত ৮টায় সিন্ডিকেটের এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের নুরুল কবির, ছাত্রলীগ কর্মীভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হাসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নিশাত ইমতিয়াজ বিজয় এবং ছাত্রলীগ কর্মী আব্দুর রহমান ইফতি (নৃবিজ্ঞান ৪৩তম ব্যাচ) ও নুরুল কবির (নৃবিজ্ঞান ৪৩তম ব্যাচ)।

নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেটের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পহেলা বৈশাখ হলে ফেরার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে যৌন নিপীড়নের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী। পরবর্তী সময়ে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে, তাদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়।



মন্তব্য চালু নেই