জাপানে অদ্ভুত ফোন চার্জার

প্রযুক্তি পণ্য উৎপাদনে শীর্ষে রয়েছে জাপান। এবার তারা ফোনের জন্য এমন একটি পোর্টেবল চার্জার বানালো যা দেখতে অদ্ভুতই না হাস্যকরও বটে। এদিকে এই চার্জার তৈরিকে ঘিরে সমালোচনাও হচ্ছে।

কোটাকুর প্রতিবেদনের বরাত দিয়ে ফোন এরিনা জানিয়েছে, এটি দেখতে মানুষের মত। যেটি উবু হয়ে আছে। ফোনে চার্জ দেয়ার জন্য এর মাথায় ও পশ্চাৎদেশে পোর্ট রয়েছে। এসব পোর্টে ফোন চার্জ দেয়া যায়।

এই চার্জারটি তৈরি করা হয়েছে জনপ্রিয় ম্যাগনা সিরিজের ক্যারেকক্টার সানজিকে নিয়ে। সেজদা রত অবস্থায় এই চার্জারটিকে স্থাপন করা হয়েছে।

এই চার্জারটির মধ্যে কী ধরনের ব্যাটারি আছে তা জানা যায়নি। এর সক্ষমতাও অজ্ঞাত। জাপানে এমন চার্জার তৈরির ঘটনাকে সমালোচকরা খুব নিন্দা করেছেন। তারা বলছেন, জাপান পৃথিবীর নিয়ম-নীতি ভেঙ্গেছে।



মন্তব্য চালু নেই