জানেন কি, কোথা থেকে এসেছে ‘ok’ শব্দটি?

গত দুই শতাব্দী ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ ‘ওকে’(ok)। গত ২৩ মার্চ ছিল ‘ওকে’-এর

১৭৭ বছরের জন্মদিন। কোথা থেকে জন্ম হলো এই শব্দের?

১৮৩৯ সালে দুই সংবাদপত্র বস্টন মর্নিং পোস্ট ও প্রভিডেন্স জার্নালের মধ্যে ছিল তুমুল বিরোধিতা। পরে সেই সমস্যা মিটে। সেই বার্তা বোঝাতে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়েছিল এই ‘ওকে’ শব্দ। বানান ‘okay’। অর্থ- অল কারেক্ট। অর্থাৎ সব ঠিক আছে। এই শব্দই ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।

তবে জনপ্রিয়তা বাড়লেও বানান এবং অর্থ ধরে রাখতে পারেনি ওকে। ধীরে ধীরে বানান দাঁড়ায় ok। ‘আচ্ছা’ বা ‘ঠিক আছে’ বোঝাতেই এখন ব্যবহৃত হয় এই শব্দটি।



মন্তব্য চালু নেই