জানেন কি এখন ভিডিও হবে ফেসবুক প্রোফাইল পিক্স?

ফেসবুক-এ আপনার প্রোফাইল পিকচার হয়ে যাবে অটোপ্লে ভিডিয়ো।বর্তমানে ফেসবুকে নানা ভঙ্গিতে সেলফি তুলে ফেসবুক প্রোফাইলে ছবি দিয়ে একঘেঁয়ে লাগছে?

তাই এবার ফেসবুেক সেলফির পরিবতন করে প্রোফাইল হবে ভিডিয়ো তা আবার কি ভাবে তাই এবার আমরা জানবো ফেসবুক প্রোফাইলে কি ভাবে ভিডিয়ো করা যায়। এই গতির যুগে প্রযুক্তি এতই দ্রুত বদলাচ্ছে যে, আর আপনি ,আমি প্রতি মুহূর্তেই পিছিয়ে পড়ছেন কয়েক যোজন।

অজান্তেই। তাই এবার আপনি চাইলেই ফেসবুক-এর প্রোফাইল পিকচার GIF (গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট) ব্যবহার করতে পারেন।

আপনি হয়তো জানেন। কিন্তু অনেকের কাছেই ব্যাপারটা অজানা। তাই সেই সব পাঠকদের জন্য রইল ফেসবুকে প্রোফাইল পিকচারে GIF ইমেজ ব্যবহার করার পদ্ধতির হদিশ।

১. ফেসবুক-এ প্রোফাইল পিকচারে যান। ক্লিক করে এডিট আইকন আসবে। দুটো অপশন হবে। মোবাইল ক্যামেরা ব্যবহার করে নিজের ছবি তুলতে পারেন অথবা ফাইল থেকে ছবি আপলোড করতে পারেন।

২. তারপর ‘Next’ আইকনে গিয়ে থাম্বনেল ক্লিক করুন। তারপর ‘USE’ ক্লিক করলেই নতুন প্রোফাইল ভিডিয়োটি দেখতে পাবেন।

খুবই সহজ প্রক্রিয়া। ফেসবুক-এ আপনার প্রোফাইল ভিডিয়ো ৭ সেকেন্ড স্থায়ী হবে। নিজের স্মার্টফোনে প্রোফাইল পিকচার GIF ইমেজ করে ফেসবুক বন্ধুদের চমকে দিন। লাইক, কমেন্টের বন্যা উপভোগ করুন।-এই সময়



মন্তব্য চালু নেই