জাতীয় স্মৃতিসৌধে চলছে বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রম

‘রক্ত দেই জীবন বাঁচাই’ এই স্লোগানকে ধারণ করে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের সংগঠন বন্ধন ও “একটি হাঁসি মুখের জন্য” স্লোগান নিয়ে বৃন্ত আয়োজন করেছে দিন ব্যাপি রক্ত দান কর্মসূচী।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তারা জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে সকাল থেকে শুরু করেছেন তাদের কার্যক্রম।
সামাজিক এই সংগঠনগুলার মাধ্যমে স্বল্প মূল্যে ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিকস টেস্ট চলছে। এ সময় সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ষ্টলগুলাতে।
বৃন্তের বিজয় মুখার্জী বলেন, আমরা বেশ সাড়া পাচ্ছি এবার। সামনের দিনেও আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।



মন্তব্য চালু নেই