জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত হয়েছে : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। সেই খসড়ার এখন যাচাই বাছাই চলছে।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই সম্প্রচার কমিশন আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে।

তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার আইন চূড়ান্ত করতে এরই মধ্যে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান প্রতিবেদন জমা দিয়েছেন। এখন সেটির পরীক্ষা-নিরীক্ষা করছে।

তিনি বলেন, অনলাইন নীতিমালার আলোকেই নিউজ পোর্টালগুলোকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় আনা হবে। তথ্য অধিদফতর থেকে চাওয়া তথ্য ভা-ারে অনলাইন নিউজ পোর্টালের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যে প্রায় এক হাজার ৮০০ অনলাইন নিউজ পোর্টালের যাবতীয় তথ্য অধিদফতরের তথ্য ভা-ারে জমা হয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আরো জানান, আগামীকাল বুধবার প্রথমবারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় ১৯৬ জনকে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সহায়তা প্রদান করবেন।

এ সময় তথ্যমন্ত্রী জঙ্গি দমনে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান



মন্তব্য চালু নেই