জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ নিয়ে লিগ্যাল নোটিশ

সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের চেয়ারম্যান পদে নিয়োগের বৈধতার প্রশ্নে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার দুপুরে ডাক ও রেজিস্ট্রিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত আকারে বিষয়টির ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়েছে।

অন্যথায়, সংবিধানের ১০২ ধারায় রিট আবেদন করা হবে বলেও জানানো হয়েছে। নোটিশে মানবাধিকার কমিশন চেয়ারম্যানের পদটি মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

নোটিশটি রাষ্ট্রপতির সচিব, সংসদ বিষয়ক সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন বরাবর পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়, আইন অনুযায়ী চেয়ারম্যান বা সদস্য নিয়োগের জন্য সাত সদস্যের একটি কমিটি থাকবে। সেক্ষেত্রে রিয়াজুল হক মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে সার্বক্ষণিক কর্মরত ছিলেন। একই ব্যক্তি দুই মেয়াদের অধিকবার নিয়োগ লাভ করতে পারবেন না।



মন্তব্য চালু নেই