জাতীয় ঐক্যের বিকল্প নাই

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘অবৈধভাবে দখল করা ক্ষমতা দীর্ঘস্থায়ী করা কিংবা যে কোনভাবে ক্ষমতা ফিরে পাওয়ার দ্বি-দলীয় অপরাজনীতি দেশকে বিরাজনীতিকরণের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। এ থেকে মুক্তি পেতে প্রগতিশীল-গণতন্ত্রমনা সকল রাজনৈতিক দল-মহলের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।’
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুর রব বলেন, ‘মুক্ত হতে হলে জনগণের ভোটাধিকার, বিচারবিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা, লুটপাট, দুর্নীতি, দলীয়করণ রোধ করার লক্ষ্যে প্রগতিশীল-গণতন্ত্রমনা সব রাজনৈতিক দল- মহলের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়েতে হবে।’
আবদুর রব বলেন, ‘স্বৈরশাসনকে চ্যালেঞ্জ দিয়েই জেএসডির জম্ম। তাই ক্ষমতাসীন-ক্ষমতাচ্যুত স্বৈরাচারদের প্রতিহত করার সংগ্রাম জেএসডি অব্যাহত রাখবে।’
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আতাউল করিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- এম এ গোফরান, মোহাম্মদ সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহামুদ স্বপন, আবদুল খালেক, এস এম আনছার উদ্দিন, আবদুর রাজ্জাক রাজা, আবদুল জলিল, মোশারফ হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই