জাতীয় ঈদগায়ে এবার ৬ স্তরের নিরাপত্তা

জাতীয় ঈদগা ময়দানে ঈদ জামাতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবারে নানা বিবেচনায় ঈদগা ময়দান ঘিরে ৬ স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে জাতীয় ঈদগা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের নামাজে অংশগ্রহণেচ্ছু মুসল্লিরা জায়নামাজ ছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারবেন না। ব্যাগ জাতীয় কিছু সঙ্গে থাকলে তা বাইরে রেখে মুসল্লিদের ঈদগা ময়দানে প্রবেশ করতে হবে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের অবশ্যই মৎস্যভবন, জিরোপয়েন্ট ও দোয়েল চত্বরে পার্কিং করে ঈদগায়ে প্রবেশ করতে হবে।’

গুলশানে হামলার ঘটনায় তিনি বলেন, ‘দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরো কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

এর আগে সোমবার রাজারবাগে এক শোকসভায় আইজিপি একেএম শহীদুল হক বলেছিলেন, ‘হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক রাখা হয়েছে। তাদের এখন চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সুস্থ হয়ে উঠলে জিজ্ঞাসাবাদ করা হবে।’

গত শুক্রবার (১ জুলাই) গুলশানের অভিজাত হলি অর্টিসান রেস্টুরেন্টে দেশি-বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে সন্ত্রাসীরা।



মন্তব্য চালু নেই