জাতিসংঘ দপ্তরের সামনে মাতৃভাষা দিবসের ভাস্কর্য

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে জাতিসংঘ সদর দফতরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র ডি ব্লাসিওর অনুমতি প্রাপ্তি ও স্থান নির্ধারণের পর সোমবার ভাস্কর্যের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

ভাস্কর্য উদ্বোধনের আগে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করেন অনুষ্ঠানে আগতরা। এরপর ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরেই বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, ভাস্কর্যের নকশাকার শিল্পী খুরশীদ সেলিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক নিনি ওয়াহেদ প্রমুখ।

ফেব্রুয়ারি মাসব্যাপী অস্থায়ী ভাস্কর্যটি ওই স্থানে রাখা হবে।

সূত্র : ভয়েস অব আমেরিকা



মন্তব্য চালু নেই