জাকির নায়েককে ব্রিটেনে প্রবেশ করতে দেননি টেরেসা মে

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন টেরেসা মে। প্রধানমন্ত্রী হওয়ার আগে ছয় বছর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। ব্রেক্সিট ভোটকে কেন্দ্র করে ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে বুধবার ক্ষমতা গ্রহণ করেন টেরেসা মে। মার্গারেট থ্যাচারের পর যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হলেন তিনি।

২০১০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় টেরেসা মে ভারতের বিতর্কিত ইসলামি বক্তা, নেতা এবং গবেষক জাকির নায়েকের ব্রিটেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

ব্রিটেনে একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল জাকির নায়েকের। মুম্বাই থেকে বিমানে চাপার কয়েক ঘণ্টা আগে জাকির নায়েকের পাঁচ বছর মেয়াদের ইউকে ভিসা বাতিল করেন টেরেসা।

জাকির নায়েকের ভিসা বাতিলের কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, জাকির নায়েকের বক্তৃতা সন্ত্রাসে উসকানি দেয়। তিনি ব্রিটেনে এলে দেশবাসীর জন্য তা মোটেও ভালো হবে না। এজন্যই জাকির নায়েককে ব্রিটেনে প্রবেশ করতে দেয়া হয়নি।



মন্তব্য চালু নেই