জবি উপাচার্যের ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও কাউকে আটক করতে সক্ষম হয়নি তারা।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান আওয়ার নিউজ বিডি’কে বলেন, উপাচার্যের ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের খুঁজে বের করতে তল্লাশী চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপাচার্যের ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে তাদের উপস্থিতিতেই ২ টা ২০ মিনিটের দিকে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ আওয়ার নিউজ বিডি’কে বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা পুলিশকে খবর দিয়েছি। এছাড়া এ ধরণের ঘটনা এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাতে আরেকটি বাসে আগুন ধরানোর চেষ্টা করলে তিন দুর্বৃত্তকে আটক করে পুলিশ।



মন্তব্য চালু নেই