জবিতে ছাত্রী উত্যক্তের দায়ে ছাত্রলীগকর্মীকে গণধোলাই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগের এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় ফরহাদ নামের এক ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বরস্বতী পূজার প্রস্তুতি উপলক্ষে জবির চারুকলা, সংগীত, নাট্যকলা বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী নতুন ভবনের নিচতলায় বিভাগের সামনে কাজ করছিল। এ সময় জবি ছাত্রলীগের শিক্ষা বিষয়ক উপ-সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ চারুকলার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর বন্ধু সংগীত বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী জামি হাফিজ সমীরণ বাধা দিলে সমীরণকে মারধর করতে উদ্যত হয় ফরহাদ। এ সময় ওই ছাত্রীর অন্য বন্ধুরা ঘটনাস্থলে এসে ফরহাদকে গণধোলাই দেয়।

এ বিষয়ে সমীরণ বলেন, ‘আমি বন্ধুকে রক্ষা করায় আমাকে ফরহাদ মারধর করেছে।’

ফরহাদ বলেন, অনেক রাতে কয়েকজন ছেলে ও মেয়েকে ক্যাম্পাসে দেখে আমি তাদের বাসায় যেতে বলি। এ সময় তারা আমার সাথে দুর্ব্যবহার করে। পরে আমার বন্ধুরা তাদের একজনকে চড় থাপ্পড় মারে।’

জবির ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ‘একটু ধাক্কাধাক্কি হয়েছে। পরে ঘটনার সমাধান হয়ে গেছে বলে আমি শুনেছি।



মন্তব্য চালু নেই