জন্মদিনে ফাঁসির মঞ্চে

৩০ জুলাই ইয়াকুব মেমনের জন্মদিন। এ দিন তাকে উঠতে হবে ফাঁসির মঞ্চে। ফাঁসির রশিতে নিঃশেষ হবে তার প্রাণ।

২২ বছর আগে মুম্বাইয়ে সিরিয়াল বোমা হামলা চালানোর মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইয়াকুব। তার প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। সবশেষ তিনি অসুস্থতাজনিত কারণে ফাঁসির আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন। আদালতে এই আবেদন খারিজ হয়েছে। ফলে ইয়াকুবের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই।

মুম্বাইয়ে সিরিয়াল বোমা হামলায় নিহত হয় ২৫৭ জন এবং আহত হয় ৭১৩ জন। ওই হামলাকে মুম্বাই ও ভারতে সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করেন আদালত।

মানুষ হত্যা ও সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে দেওয়ায় দোষী প্রমাণিত ইয়াকুবকে ৩০ জুলাই তার ৫৪তম জন্মদিনে সকাল ৭টায় ফাঁসিতে ঝোলানো হবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার নাগপুর কেন্দ্রীয় জেল পুপারের কাছে ক্ষমাভিক্ষা চেয়ে আবেদন পাঠিয়েছেন ইয়াকুব। এটি গভর্নর বিদ্যাসাগর রাওয়ের কাছে পাঠানো হবে। আইনানুযায়ী এর পর তার মৃত্যুদ- কার্যকর হওয়ার কথা।

অন্যদিকে রাজ্য সরকার নিশ্চিত করেছে, ৩০ জুলাই ইয়াকুবের মৃত্যুদ- কার্যকর করা হবে।



মন্তব্য চালু নেই