জনসেবায় বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের আহ্বান অর্থমন্ত্রীর

জনসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো আদর্শ অনুসরণ করতে আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সভার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের কথা উঠলেই বঙ্গবন্ধু আসে, আর বঙ্গবন্ধুর কথা উঠলেই বাংলাদেশ চলে আসে। তার কথা মনে আসলে শ্রদ্ধায় মাথা নথ হয়ে যায়। তিনি যে জনসেবার আদর্শ দেখিয়েছেন তা আমাদের অনুসরণ করতে হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সস্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম ও ইআরডির অতিরিক্ত সচিব কাজী সফিকুল আযম ও মাহমুদা বেগম। বক্তব্য রাখেন ইআরডি কর্মকর্তা মোতাহার হোসেন।



মন্তব্য চালু নেই