জনসংখ্যা বৃদ্ধির হার ২ শতাংশ করার পরিকল্পনা

জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের ৮ বিভাগের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা ও চট্টগ্রামে তুলনামূলক বেশি। দেশের মোট জনসংখ্যা এখন প্রায় ১৬ কোটি ১০ লাখ।’

আগামী ২১ জুলাই দেশে সরকারিভাবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রণালয় তাদের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। প্রতিবছর ১১ জুলাই সারাবিশ্বে জনসংখ্যা দিবস পালিত হয়। কিন্তু এবার রোজা ও ঈদুল ফিতরের কারণে দেশে সরকারিভাবে দিবসটি এ দিনের পরিবর্তে ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘এবার দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’। দিবসটি পালন উপলক্ষ্যে প্রতিবারের মত এবারও পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জাতীয়ভাবে সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। সাতজন মিডিয়া ব্যক্তিত্বকে পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৬ দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী জানান, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এদিন বেলা ১১টায় বিশ্ব জনসংখ্যা দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মনজুরুল ইসলাম ভুঁইয়া ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই