জনতা ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের এক অনুসন্ধানী দল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযুক্ত চার কর্মকর্তা হলেন- জনতা ব্যাংকের জিএম (প্রশাসন) মো. আব্দুস সালাম, এবিএম অজয় কুমার ঘোষ, ডিজিএম মো. আজমল হক ও ডিজিএম (আঞ্চলিক কার্যালয়) এসএম আবু হেনা মোস্তফা কামাল।
দুদক সূত্র জানায়, জনতা ব্যাংক থেকে প্রায় ১২ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য এই ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।



মন্তব্য চালু নেই