‘জনগণ খুশি আমরাও খুশি’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেনছেন, রাস্তায় ধূলা কমাতে পানি দেক আর যাই দেক জনগণের এখন তেমন অভিযোগ নেই।  জনগণ খুশি আমরাও খুশি।

বৃহস্পতিবার দুপুরে মালিবাগ-মৌচাক ফ্লাইওভার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ আর অভিযোগ শুনে পরিদর্শনে এসে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম।দুর্ভোগ না কমালে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করবো বলে হুমকিও দিয়েছিলাম।

জনদুর্ভোগ কমেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা বলুন, আমি সঠিক করছি কি না। ১০ দিনের কথা বলেছিলাম, সাত দিনের মধ্যে দুর্ভোগ সহনীয় পর্যায়ে নেমে এসেছে বলে দাবি করেন তিনি।
ঈদ ও পূজা সামনে জনেদুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, বাংলামোটর-মগবাজার-মৌচাক-সাতরাস্তা পর্যন্ত এই অংশের কাজ ২০১৫ সালের জুনের মধ্যে শেষ হবে।

মেট্টোরেল প্রকল্প নিয়ে সরকারের উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আজকে মেট্রোরেলের ১৬টি স্টেশনের ডিজাইন ফাইনাল করেছি। আগামী বছরের শুরুতে কাজ শুরু করতে পারবো।

কারওয়ান বাজার থেকে রেললাইনসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রসঙ্গে তিনি বলেন, এটি রেলমন্ত্রী দখলমুক্ত করতে পারে।



মন্তব্য চালু নেই