জঙ্গি হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ। মঙ্গলবার বেলা ১১ টায় ক্যাম্পাসের মিডিয়া চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী মাজহারুল আনোয়ারের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক ফরিদ উল ইসলাম, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব মশিয়ার রহমান, বাংলা বিভাগের শিক্ষক ড. শফিকুর রহমান, রসায়ন বিভাগের শিক্ষক নুরুজ্জামান খান প্রমুখ।

বক্তারা সাম্প্রতিক জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান। সেই সাথে জঙ্গিবাদ প্রতিহত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান শিক্ষকগণ।



মন্তব্য চালু নেই