জঙ্গি ও সন্ত্রাস দমনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

জঙ্গি ও সন্ত্রাস দমনসহ বাংলাদেশের সার্বিক নিরাপত্তা জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

বার্নিকাট সাংবাদিকদের জানান, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশে জঙ্গি দমন, সন্ত্রাস দমন ও মানিলন্ডারিং বন্ধে পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিতে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এতে দুদেশের পারস্পারিক সম্পর্ক আরো মজবুত হবে।

এদিকে বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে দুপুর ১টার দিকে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খাঁন কামাল।



মন্তব্য চালু নেই