জঙ্গি ও মাদক প্রতিরোধে নোয়াখালীতে পুলিশ সুপারের মতবিনিময়

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : জঙ্গিবাদ নির্মূল, মাদকসেবী ও মাদক বিক্রেতা চক্রকে প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলার শহর মাইজদীতে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া প্রতিনিধিরা অংশ নেন। এসময় স্বাগত বক্তব্যে রাখেন, জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ। আরো বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার জহিরুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য একেএম যোবায়ের, ফুয়াদ হোসেন, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন মানিক, মনিরুজ্জামান চৌধুরী, শাহ এমরান সুজন, নাসির উদ্দিন বাদল, আবদুর রহিম বাবুল, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন মিঠু প্রমুখ। স্বাগত বক্তব্যে পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সামাজিক ঐক্য গড়তে সমাজের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের আহবান জানান।



মন্তব্য চালু নেই