জঙ্গিবাদ দমনে কাজ করবে বাংলাদেশ-কোরিয়া পুলিশ

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এবং কোরিয়া পুলিশ একসঙ্গে কাজ করবে। পুলিশের প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, ফরেনসিক সাপোর্ট নিয়ে দুই দেশ কীভাবে কাজ করবে তার সমঝোতা হয়েছে।

বুধবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি এ কে এম শহীদুল হকের সঙ্গে বুধবার কোরিয়ার রাষ্ট্রদূত অহং সিঅনগডু সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সদ্য শেষ হওয়া চিফ অব পুলিশ কনফারেন্সের ধারাবাহিকতায় কোরিয়া পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সমঝোতার বিষয়েও আলোচনা করেন। বাংলাদেশে বসবাসরত কোরিয়ার নাগরিকদের নিরাপত্তার জন্য আইজিপিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। তিনি জঙ্গি মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রশংসা করেন। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই