জঙ্গিবাদের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেভাবেই হোক জঙ্গিবাদ মোকাবেলা করা হবে। বিশেষ করে জঙ্গিবাদ মোকাবেলায় সামাজিক সচেতনাতার ওপর গুরুত্ব দেয়া হবে। পাঠ্যপুস্তকে জঙ্গিবাদে উৎসাহিত হয় এমন কোনো বিষয় থাকলে তা খতিয়ে দেখা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আল কায়েদার কোনো ঘাঁটি বাংলাদেশে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আল কায়েদার কোনো তথ্য আমাদের কাছে নেই।

ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণে দু’জন বাংলাদেশি নিহত হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত অফিসিয়ালি এ বিষয়ে কিছু বলেনি। বরং তারাই সন্দিহান ওই দুই জঙ্গি কোথাকার।’

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘বিশ্বে ২০ কোটি লোক বাংলাভাষায় কথা বলে। আর বাংলায় কথা বললেই যে তারা সবাই বাংলাদেশি হবে এমন কথা আপনারা বলেন কীভাবে। এ বিষয়ে আগে ভারত সরকার আমাদের বলুক তারপর আমরা ব্যবস্থা নেব।’

প্রতিমন্ত্রী জানান, জঙ্গিবাদকে খতিয়ে দেখতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অস্বাভাবিক অর্থ লেনদেনের বিষয়টি আলোচনা হয়েছে বৈঠকে। বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিয়েছে তার ভিত্তিতেই আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমাদের দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের কীভাবে এ পথ থেকে দূরে রাখা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জঙ্গিবাদ দমনে বিভিন্ন সচেতনমূলক ফিল্ম তৈরি করে প্রচার করবে বলেও জানান প্রতিমন্ত্রী।



মন্তব্য চালু নেই