জঙ্গিবাদের উত্থান ‘হাওয়া ভবন থেকে’

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘দেশে জঙ্গিবাদের উত্থান হাওয়া ভবন থেকে।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিইবির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনেক অপকর্ম হচ্ছে। শুধু কিছু মাদ্রাসার ছেলেরা নয়, ইংরেজি মাধ্যমের ছেলেরাও প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্ত হয়ে ভুল পথে যাচ্ছে। জঙ্গিদের সাথে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আর এই জঙ্গিবাদের উত্থান হয়েছে হাওয়া ভবন থেকে।’

‘২০১৩ সালের শেষ দিকে দেশে বিভীষিকাময় অবস্থা ছিল’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত ৫ জানুয়ারির পরে এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। দেশের মানুষ শান্তিতে আছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’

কামরুল বলেন, ‘পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র এখনও চলছে। নির্বাচনের পরে যখন যখন আন্তর্জাতিক বিশ্ব সরকারকে স্বাগত জানাচ্ছে, প্রধানমন্ত্রী যখন উন্নয়নের রোল মডেল স্থাপন করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন স্বাধীনতাবিরোধী চক্র দিগভ্রান্ত হয়ে পড়েছে।’

ভেজাল খাদ্য সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য ভেজালরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেই নীতি অব্যাহত রয়েছে। ফরমালিন প্রয়োগে কিছু দিক নির্দেশনা আছে, এর বাইরে গেলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ। অনুষ্ঠানের শুরুতে খাদ্যমন্ত্রণালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কিত একটি প্রবন্ধ তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাসুর রহমান।



মন্তব্য চালু নেই