জঙ্গিবাদী অর্থের উৎস বন্ধের দাবিতে স্মারকলিপি সাতক্ষীরা ছাত্র মৈত্রীর

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও জঙ্গিবাদী অর্থের উৎস বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা ছাত্রমৈত্রী। রোববার
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি বিশ্বনাথ কয়াল, সাংগঠনিক সম্পাদক অম্বিক মন্ডল, স্কুল বিষয়ক সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, সরকারি কলেজ ছাত্র মৈত্রীর আহবায়ক দেবাশীষ সরকার, ছাত্রমৈত্রীর নেতা সুমন সরদার, ভবরঞ্জন সরকার জয় প্রমুখ।

স্মারকলিপিতে দেশের উন্নয়নমুখী গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক দল ও সংগঠন এবং সকল জঙ্গি সংগঠনের অর্থনৈতিক উৎস রাষ্ট্রীয় উদ্যোগে বন্ধের দাবি জানানো হয়।

কেন্দ্রীয় কমূর্সচির অংশ হিসাবে বাংলাদেশ ছাত্র মৈত্রী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও জঙ্গিবাদী অর্থের উৎস বন্ধের দাবিতে এ স্মারকলিপি প্রদান করে।



মন্তব্য চালু নেই