জঙ্গিদের মোটামুটি চিহ্নিত করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটিভাবে চিহ্নিত করতে পেরেছে।

আজ শুক্রবার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত শাহাবাজপুর গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপের ওয়ার্কওভার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, ‘আজকে বিশ্বের সমস্ত দেশ বাংলাদেশের পাশে আছে। যারা ৯৩ দিন ধ্বংসযজ্ঞ চালিয়ে আমাদের অর্থনীতিকে ক্ষতি করার চেষ্টা করেছিল, যারা মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল তারাই বিভিন্ন নামে এ সমস্ত জঙ্গিতৎপরতা চালাচ্ছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে সেগুলো এখন মোটামুটিভাবে তারা চিহ্নিত করতে পেরেছে।’

তোফায়েল আহমেদ আরো বলেন, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলেন, এখনো ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তুলবেন। কেউ যাতে সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিতে না পারে সেদিকে আপনারা লক্ষ রাখবেন।’

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য আলী আজম মুকুল, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ প্রমুখ।

পরে মন্ত্রী একই উপজেলা টবগী ও ভোলা সদর উপজেলার ভেদুরয়া ইউনিয়নে নতুন গ্যাস কূপের স্থান পরিদর্শন করেন।



মন্তব্য চালু নেই