জগিং না করেও মেদ ঝরাবেন যেভাবে

শীতকাল আসতেই ছেদ পড়েছে নিয়মিত জগিং? সকাল বেলা লেপের আদর সরিয়ে সুখের ঘুম ছেড়ে উঠে জগিং করার কথা ভাবলেই জ্বর আসে?

তাহলে জেনে নিন জগিং না করেও কীভাবে ক্যালরি ঝরাতে পারেন—

গাছ লাগান

ক্যালরি ঝড়ানোর জন্য সবচেয়ে ভালো বাগান করা। হাঁটু গেড়ে বসে মাটি কোপানো, ভারি টব একদিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া, এই সব কাজ করে আপনি ঘণ্টায় ৪০০ ক্যালরি পর্যন্ত ঝরাতে পারেন।

কোনও ইন্সট্রুমেন্ট বাজানো

কোনও ইন্সট্রুমেন্ট বাজানোর সময় মস্তিষ্ক ক্যালরি কমাতে সাহায্য করে। গিটার, বাঁশি, পিয়ানো যাই হোক না কেন, মিউজিক রিড করলে তা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, হ্যান্ড-আই কোঅর্ডিনেশন উন্নত করে, মুড ভালো রাখে, ফুসফুসের কর্ম ক্ষমতা বাড়ায়।

ঘর বদলাতে সাহায্য করুন

আপনার বন্ধু ঘর পাল্টাচ্ছে। আপনিও চলে যান তাকে সাহায্য করতে। বার বার সিঁড়ি দিয়ে উপর-নিচ করা, উঠে, বসে প্যাকিং, জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এতে ভালো শরীরচর্চা হয়, প্রচুর ক্যালরি ঝরে।

ঘর পরিষ্কার

ক্যালরি ঝরানোর দারুণ উপায় সুইপিং, ডাস্টিং, মপিং, স্ক্রাবিং। সপ্তাহে এক দিন অন্তত ঘর ঝাড়পোছ, পরিষ্কার করুন। এতে পরিচ্ছন্নতাও থারবে, মনও ভালো থাকবে।

গাছ লাগান

ক্যালরি ঝড়ানোর জন্য সবচেয়ে ভালো বাগান করা। হাঁটু গেড়ে বসে মাটি কোপানো, ভারি টব এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া, এই সব কাজ করে আপনি ঘণ্টায় ৪০০ ক্যালরি পর্যন্ত ঝরাতে পারেন।



মন্তব্য চালু নেই