৬ হামলাকারী নিহত, আটক ১

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলাকারী ছয়জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়ক উদ্বোধনের সময় দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ওই রেস্টুরেন্টে সাতজন সন্ত্রাসী হামলা করেছিল। তাদের মধ্যে ছয়জনকে হত্যা করতে সমর্থ হয়েছে উদ্ধার অভিযান পরিচালনাকারী কমান্ডো দল। একজনকে আটক করা হয়েছে। ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অনেককে বাঁচানো সম্ভব হয়নি।’

প্রধানমন্ত্রী এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা রাতে যখন হামলা চালায় তখন নামাজের সময় ছিল। যারা নামাজ বাদ দিয়ে মানুষ হত্যায় মেতে উঠে তারা কেমন মুসলমান? ইসলাম কি নামাজ বাদ দিয়ে হত্যাযজ্ঞ চালাতে বলে? আসলে এসব হামলাকারীদের কোনো ধর্ম নেই।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে এ ধরনের সন্ত্রাসী হামলা এটিই প্রথম। এ হামলার পর সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। অভিযান পরিচালনা করার জন্য সাভার ও ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চৌকস সেনাসদস্যদের নিয়ে আসা হয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের হামলা ভবিষ্যতে প্রতিরোধের জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।



মন্তব্য চালু নেই