ছোবল দেওয়ায় সাপ চিবিয়ে খেল তরুণ

ভারতের ঝাড়খন্ডের এক উপজাতি তরুণ খেতে কাজ করছিল। এ সময় বিষাক্ত একটি সাপ কামড় দেওয়ায় ক্রুদ্ধ ওই তরুণ সাপটিকে চিবিয়ে খেয়ে ফেলেছে। চলতি সপ্তাহে লোহারদাগা জেলার হারমু গ্রামে এ ঘটনা ঘটে।

সুরেন্দ্র ওরাওন নামের ওই তরুণ শুক্রবার খেতে কাজ করছিল। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সুরেন্দ্র আতঙ্কিত না হয়ে সাপটি ধরে ফেলেন। এ সময় তিনি সাপটির মাথা বাদ দিয়ে পুরো দেহটি চিবিয়ে খেয়ে ফেলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তিনি দ্রুত বাড়ি চলে যান। সেখানে তিনি স্বজনদের সাপে কামড়ের বিষয়টি খুলে বললে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার চিকিৎসা শেষে তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের চিকিৎসক শৈলেশ কুমার বলেন, ‘আমরা তাকে সকালেই ছেড়ে দিয়েছি। সারা রাত চিকিৎসার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে গেছে।’

সুরেন্দ্র জানিয়েছেন, তিনি লোকজনের কাছে শুনেছেন সাপে কামড় দিলে সঙ্গে সঙ্গে ওটিকে খেয়ে ফেললে দেহে বিষক্রিয়া করে না এবং বেঁচে যাওয়া সম্ভব হয়।



মন্তব্য চালু নেই