“ছোট পোশাক পড়লে মহিলাদের সম্মান কমে না”

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান বলেন, মহিলাদের সম্মান তাদের পোশাকের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। মহিলারা যা খুশি তাই পরবেন। পোশাকের দৈর্ঘ্যের সঙ্গে সম্মানের কোনও সম্পর্ক নেই।

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এসব কথা বলেন ‘ডার্টি পিকচার’ এর নায়িকা। রাস্তাঘাটে মহিলাদের উত্ত্যক্ত করার ঘটনার ক্ষেত্রে জোরাল প্রতিবাদ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, ‘ইভ-টিজিং সব জায়গায় হয়। কোথাও কম, কোথাও বেশি। মেয়েদের আরও শক্তিশালী হতে হবে। ইভ-টিজারদের পাল্টা আক্রমণ করতে হবে। প্রতিবাদ করতে হবে।’

অসহিষ্ণুতা বিতর্ক নিয়েও মুখ খোলেন বিদ্যা। এর আগে এই প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন শাহরুখ ও আমির খানরা।

বিদ্যা বলেন, ‘প্রত্যেকেরই বাক-স্বাধীনতা রয়েছে। কেউই দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেননি। আমার বক্তব্য আপনি সমর্থন নাই করতে পারেন।

কিন্তু আমার মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপ করা উচিত নয়।’

‘দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস’



মন্তব্য চালু নেই