ছেলের ক্যানসার নিয়ে ইমরানের বই

ছয় বছরের ছেলে আয়ানের ক্যানসারের বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হওয়ার কাহিনি নিয়ে সম্প্রতি একটি বই লিখেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বইটির নাম ‘দ্য কিস অব লাভ: হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার।’ বইটির সহ-লেখক বিল্লাল সিদ্দিকী।

ইমরান হাশমির ছেলে আয়ানের ক্যানসার ধরা পড়ে ৩ বছর ১০ মাস বয়সে। দুই বছর চিকিৎসা শেষে ক্যানসার মুক্ত হয় আয়ান। বইটিতে এই সময়টার সুন্দর বর্ণনা রয়েছে। ব্যক্তিগত ও মানসিক সংগ্রাম ছাড়াও ছেলের এই অসুখ থেকে অনেক কিছু শিখেছেন ইমরান হাশমি।

দ্বিতীয় বার কেমোথেরাপির পর আয়ানের কিডনিতে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। তাকে চিকিৎসার জন্য কানাডার টরোন্টোতে নেয়া হয়।

ইমরান হাশমি কীভাবে নিজেকে এই কঠিন পরিস্থিতিতে সামাল দিয়েছেন এবং মানসিক শক্তি বৃদ্ধি করছেন তার বর্ণনা রয়েছে বইটিতে।

ইমরান হাশমি আশা করেন, যাদের প্রিয়জন ক্যানসার বা অন্য কোনো জটিল রোগের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে তারা বইটি পড়ার পর সান্ত্বনা ও দিকনির্দেশনা পাবেন। বইটি এপ্রিল মাসে বাজারে পাওয়া যাবে।

ইমরান হাশমি বর্তমানে বিক্রম ভাটের ‘রাজ ৪’ চলচ্চিত্রের শুটিং করছেন। টনি ডি সুজা পরিচালিত ‘আজহার’ চলচ্চিত্রেও অভিনয় করার কথা রয়েছে ইমরান হাশমির। এই ছবিতে আরও অভিনয় করবেন, প্রাচী দেসাই, নার্গিস ফখরি এবং লারা দত্ত।



মন্তব্য চালু নেই