ছেলের আবদার মেটাতে পেরে খুশি ইউসুফ পাঠান

দিল্লি ডেয়ারডেভিলসের ঘরের মাঠে রান তাড়া করতে গিয়ে ইউসুফ পাঠান-মণিশ পান্ডের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে জিতেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটা করতে গিয়ে আগে থেকে গেমপ্ল্যান তৈরি করতে হয়েছিল নাইটদের। সেই গেম প্ল্যানের কথা বলতে গিয়ে ইউসুফ বলেন,‘ আমরা ঠিক করেছিলাম প্রতি ওভারে একটা করে ছয় বা চার মারবই। বোলার যেই আসুক না কেন। পাশাপাশি স্ট্রাইক রোটেট করে গিয়েছিলাম।’

৩৯ বলে ইউসুফ করেছিলেন ৫৯। ইউসুফ জানিয়েছেন, তিনি আর মণিশ পাণ্ডে ঠিক করেছিলেন বোলারদের সবসময় চাপে রাখবেন,‘ আমরা চেয়েছিলাম ওদের সবসময় চাপে রাখতে। যাতে ওদের বোলার বা অধিনায়ক কিছু ভুল করে। আমাদের নিজেদের ওপর আত্মবিশ্বাস ছিল যে ম্যাচ বের করে আনব।’

তবে ইউসুফ বেশি খুশি হয়েছেন তিন বছরের ছেলেকে দেওয়া কথা রাখতে পেরে। তৃতীয় জন্মদিনের আগে বাবার কাছে ছেলের আবদার ছিল ব্যাট-বলের। ইউসুফ বলছিলেন,‘ ছেলে আমার কাছে ব্যাট আর বল চেয়েছিল। ওর বয়স মাত্র তিন। আমি অবাক হয়ে যাই ওর কথা শুনে। চেয়েছিলাম কোটলায় ম্যাচ জিতে ওকে উপহার দিতে। সেটা হয়েছে বলে আরও ভালো লাগছে।’



মন্তব্য চালু নেই