ছেলেকে বাংলা ভাষার গুরুত্ব বোঝান রিচি

‘তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এখন অনেকেই বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে ভালো জানে না। এটা খুব দুঃখজনক। বিশেষ করে ইংরেজি মিডিয়াম স্কুলে যারা পড়াশোনা করে তাদের মধ্যে এই সমস্যা অনেক বেশি’—কথাগুলো বলেছেন জনপ্রিয় টিভি অভিনয়শিল্পী রিচি সোলায়মান।

রিচি আরো বলেন, ‘এখন অবশ্য অনেক ইংরেজি মাধ্যম স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভালোভাবে পালন করা হয়। এটা ইতিবাচক দিক। তবে মাতৃভাষার গুরুত্ব বোঝাতে ও শেখাতে একজন মায়ের জুড়ি নেই।’

আপনার ছেলে রায়ানকে কি আপনার কাছেই সবকিছু শিখছে? রিচির কথা, ‘রায়ানের বয়স এখন পাঁচ। আমি সবসময় চেষ্টা করি ওকে বাংলা ভাষার গুরুত্ব বোঝাতে। এ ছাড়া টিভিতে ভাষা নিয়ে কোনো অনুষ্ঠান প্রচারিত হলে রায়ানকে আমি দেখতে বলি। তবে আমাদের দেশের চ্যানেলগুলোতে বাংলা ভাষা নিয়ে অনুষ্ঠান বেশি বেশি হওয়া উচিত।’

রিচি আরো জানান, একটু অবসর পেলে ছেলেকে নিয়ে তিনি দেশের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়ান। এতে পাঠ্যপুস্তকের বাইরেও ছেলের নিজের দেশ সম্পর্কে ভালো ধারণা হবে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই