ছাত্র ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে বাধা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে বের হওয়া প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্যের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে তারা ওই মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তবে মিছিলটি হাইকোর্ট এলাকায় পৌঁছলে পুলিশ বেরিক্যাড দিয়ে বাধা দেয়। ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা বর্তমানে সেখানে সমাবেশ করছেন।

সমাবেশে উপস্থিত আছেন ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, লাকী আক্তার, ছাত্রফ্রন্টের প্রচার সম্পাদক রাশেদ শাহরিয়ারসহ অন্যান্যরা।

ছাত্র সংগঠনগুলোর দাবি- বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়কদের অবিলম্বে গ্রেফতার, বিচার ও নিষ্ক্রিয় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ছাত্র ইউনিয়নের ডিএমপি ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার বিচার, যৌন নিপীড়কদের মদদদাতা ঢাবি প্রক্টরের অপসারণ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে শিশু ধর্ষকদের শাস্তিমূলক ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ইত্যাদি।



মন্তব্য চালু নেই