ছাত্র ইউনিয়নের চিকা মুছে দিল আওয়ামীলীগ

প্রান্ত রনি, রাঙামাটি: ক্ষমতাসীন আওয়ামীলীগের বিরুদ্ধে নিজেদের সুন্দরবন রক্ষার সমর্থনে লিখা চিকা মুছে দেয়ার অভিযোগ করেছে রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়ন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের পক্ষে সভাপতি অভিজিৎ বড়ুয়া এবং সাধারন সম্পাদক মিশু দে এক বিবৃতিতে অভিযোগ করেছেন,রাঙামাটি শহরের তবলছড়ি কালী মন্দির সংলগ্ন সংযোগ সেতুর উপর জাতীয় স্বার্থ নিয়ে লেখা ‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাইনা’ শীর্ষক দেয়াল লিখনের উপর সরকার দলীয় লোকজন দীপংকর তালুকদারের গণসংবর্ধনার পোষ্টার লাগিয়েছেন, যা গণতান্ত্রিক আচরন পরিপন্থী বলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ মনে করে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘রাঙামাটিতে দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন দলের সাথে ভালো সম্পর্কের মধ্যে এমন আচরন নিন্দনীয়। ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ এমন আচরনের নিন্দা জানাচ্ছে।
একই সাথে বিবৃতিতে বলা হয়, ‘এভাবে চেপে ধরে চিকা মুছে দিয়ে দাবী আদায়ের সংগ্রামকে ব্যহত করতে পারবে না বলে আমরা মনে করি।’

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।



মন্তব্য চালু নেই