ছাত্রী উত্ত্যক্ত : জাবি শিক্ষক চাকরিচ্যুত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন বিভাগেরছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিভাগের প্রভাষক এ কে এম আনিসুজ্জামানকে চাকরিচ্যুতকরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার রাতেউপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। জাবির রেজিস্ট্রার আবু বকর
সিদ্দিক শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় একেএম আনিসুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের আগস্টে শিক্ষক এ কে এম আনিসুজ্জামান এক ছাত্রীকে যৌন নিপীড়ন করেন বলে একটি অভিযোগপত্র উপাচার্য বরাবর দেন ওই বিভাগের কয়েকজন ছাত্রী। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে গত বছরের ২৩ আগস্ট অভিযুক্ত এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

পরে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপাচার্য ফারজানা ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়।



মন্তব্য চালু নেই