ছাত্রীদের গায়ে হাত দিয়ে পুরুষের তল্লাশির প্রতিবাদ

পাকিস্তানের কোয়েটায় পরীক্ষার হলে প্রবেশের আগে পুরুষ পরিদর্শকরা গায়ে হাত দিয়ে তল্লাশি চালানোর প্রতিবাদে এমএড-র পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। খবর ডননিউজের।

কোয়েটার প্রেসক্লাবে গত রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রী বলেন, প্রথম পরীক্ষার দিন পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে পরিদর্শক কমিটির সদস্যরা ছাত্রীদের গায়ে হাত দিয়ে তল্লাশি শুরু করেন।

ছাত্রীরা এ ঘটনার প্রতিবাদ জানায় এবং পরীক্ষা বর্জন করে। এ ধরনের আচরণ ইসলামী মূল্যবোধ ও নৈতিকতাবিরোধী বলেও উল্লেখ করেন তারা।

এর পরদিন ছাত্রীরা রেজিস্ট্রারের কাছে প্রতিবাদলিপি পাঠায় এবং বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে পুলিশ মোতায়েন করে। পুলিশের লাঠিচার্জে পাঁচ ছাত্রী আহত হয়।

ছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিদর্শকদের এ আচরণকে সমর্থন করছে। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিদর্শক কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেলুচিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।



মন্তব্য চালু নেই