ছাত্রলীগ শহর শাখার বার্ষিক সমাবেশ ও ৯নং ওয়ার্ড কমিটির গঠন

বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা শহর শাখার বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহর ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম আওয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ সভাপতি কাজী আক্তার হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী এ্যাড. মোঃ ওসমান আলী, সাধারন সম্পাদক প্রার্থী মোঃ লিটন মির্জা, জেলা সার্কুলেশন মোঃ শফিক, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহমুদ ইসলাম নয়ন, সাবেক ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান, দৈনিক দেশের পত্রের মোঃ আজহারুল ইসলাম রনজু প্রমুখ। বক্তারা বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ একটি শক্তিশালী ছাত্র সংগঠন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলের সভা কক্ষে এক সাধারন আলোচনার মাধ্যমে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা কমিশন আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং এগারো দফা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্বাধীকার আন্দোলনে অংশ গ্রহণ করে। এসময় বক্তারা ছাত্রলীগের প্রতিটি কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শক্তি হিসাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।” সমাবেশ শেষে মোঃ জাহিদ হাসানকে সভাপতি ও মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মাহমুদ ইসলাম নয়ন।



মন্তব্য চালু নেই