ছাত্রলীগের সংঘর্ষের পর বন্ধ শাবি, চলবে ভর্তি

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে আগামী ৬ জানুয়ারী পর্যন্ত বন্ধ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দুপরের দিকে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ছাত্রী হল খোলা রাখার সিদ্ধান্ত হলেও ছাত্র হল বন্ধ থাকবে।

এরআগে বুধবার সকালে শাবি উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া নিজ ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টা থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নেয় তারা। দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের কেউ তাদের সঙ্গে দেখা করেনি।

তাই শিক্ষার্থীরা দুপুর দেড়টা পর্যন্ত সড়কে অবস্থান করছেন।

অবরোধের ফলে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ভর্তি জালিয়াত চক্রকে আড়াল করতেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।



মন্তব্য চালু নেই