ছাত্রলীগকে পড়াশোনায় মন দিতে বললেন প্রধানমন্ত্রী

প্রধাননমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ নেতা–কর্মীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আমি ছাত্রলীগের হাতে কলম খাতা তুলে দিয়েছি। তাদের বলেছি পড়ালেখা করতে হবে। ছাত্রলীগের মুলমন্ত্রের প্রথম কথাটাই হলো শিক্ষা। ছাত্রলীগের মূলমন্ত্র হলো শিক্ষা শান্তি প্রগতি।

ছাত্রলীগের সাথে বৈঠক শেষে গণভবনে প্রধানমন্ত্রী এমন কথা বলেন।

এই দেশে জন্ম না নিলে দেশের প্রতি প্রেম জন্মায় না মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু এবং তিনি ছাড়া এর আগে আসা অন্যান্য সরকার প্রধানরা এই দেশের মাটিতে জন্ম নেয়নি।

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ কুচবিহারে জন্ম নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা বলতাম ‘কুচ কুচ বিহারি’। এসময় অনুষ্ঠানস্থলে হাসির রোল উঠে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এই দেশে জন্মগ্রহণ করেন নি বলে উল্লেখ করেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর মতো আমারও জন্ম এই দেশে, টুঙ্গিপাড়ায়।

মাটির প্রতি টান না থাকলে, স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার না করলে দেশের জন্য ভালোবাসা জন্মায় না মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই মাটিতে যাদের জন্ম না তারা দেশের জন্য কিভাবে কাজ করবেন বলেও প্রশ্ন করেন তিনি।



মন্তব্য চালু নেই