ছাতক কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়

ছাতক ডিগ্রী কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে একাদশ শ্রেণীতে জনপ্রতি ৪হাজার ১শ’ ১৫টাকা আদায় করছেন। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন ফি’র নামে এসব টাকা আদায় করছেন কলেজ কর্তৃপক্ষ।

একাধিক শিক্ষার্থী ও অভিবাবকের সাথে কথা বলে জানা যায়, কলেজ কতৃপক্ষের ধার্যকৃত ৪হাজার ১শ’ ১৫টাকা পরিশোধ করেই একাদশ শ্রেণীতে ভর্তি হতে হয়েছে। এযাবত কলেজের ৩টি শাখায় প্রায় ৫শতাধিক ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। অতিরিক্ত ফি আদায়ের ব্যপারে ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ সাংবাদিকদের সাথে মোবাইলে কথা বলতে অপারগতা জানান।

শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে উপজেলা মফস্বল/পৌর এলাকার শিক্ষা প্রতিষ্টানের জন্যে সেশন চার্জ সহ সর্বসাকূল্যে ১হাজার টাকা ও জেলা সদর/পৌর এলাকার জন্য ২হাজার টাকা এবং ঢাকা ব্যতিত যে কোন মেট্রোপলিটন এলাকার জন্যে সর্বোচ্চ ৩হাজার টাকা ভর্তি ফি ধার্য করা হয়।

কিন্তু বাস্তবে এ নির্দেশনা না মেনেই অতিরিক্ত ফি আদায় করছে ছাতক ডিগ্রি কলেজ কতৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীসহ অভিবাবক মহলে চরম অসন্তোষ বিরাজ করছে।



মন্তব্য চালু নেই