ছাগলের সঙ্গে বাঁদরের বন্ধুত্ব

‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না…’, মানুষের স্বভাবে এমনটাই স্বাভাবিক। সমাজ আর সামাজিক জীবের সখ্যতায় বন্ধুতাই হল সেতু। আর এই সেতুর মধ্য পথে মিলন হয় একের সঙ্গে অপরের, অনেকের। পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী মানুষ সখ্যতা তৈরি করতে গিয়ে কখনও গভীর তত্ত্বের অন্বেষণ করে আবার কখনও মাটিতে গাছ বেড়ে ওঠার মতই প্রাকৃতিক নিয়মেই বড় হয় সখ্যতা, বেড়ে ওঠে বন্ধুত্ব।

তবে এক বাঁদরের সঙ্গে ছাগলের বন্ধুত্ব? স্তন্যপায়ী হলেও জাতে ভিন্ন দুই প্রাণীর এমন বন্ধুত্ব সচরাচর দেখা যায় না। ছোট্ট বাঁদর ছানা যেভাবে ছাগলের পালে ছাগলের কাঁধে চরে ঘুরে বেড়াচ্ছে তাতে বোঝাই দায়, সে আদেও বাঁদর না ছাগলেরই সন্তান। চিনের এই ছাগল আর বাঁদরের বন্ধুত্ব এখন নেট দুনিয়ায় সারা ফেলে দিয়েছে।-জিনিউজ



মন্তব্য চালু নেই