কলকাতায় ফ্লাইওভার ধস

ছবিতে ছিন্নভিন্ন মরদেহ আর ধ্বংসস্তূপে চাপা পড়া বাস

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার জোড়াসাঁকোতে বৃহস্পতিবার নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

এখনো অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। তাদের উদ্ধারে জোর চেষ্টা চলছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে ফ্লাইওভার ধসে পড়ার সেই মুহূর্তটি ধরা পড়েছে এক ভবনের সিসিটিভি ক্যামেরায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় টেলিভিশনগুলোতে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।

দশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি গাড়ি ট্রাফিক সিগন্যালে আটকে আছে। সিগন্যাল ছেড়ে দেওয়ার পর মুহূর্তেই মধ্যেই দীর্ঘ কালো ছায়াসহ ফ্লাইওভারের বড় একটি অংশ ট্যাক্সি ও গাড়ির ওপর আছড়ে পড়ে। ফ্লাইওভারের আশপাশে শুরু হয় আতঙ্কিত মানুষের ছুটোছুটি।

জোড়াসাঁকোয় ভেঙে পড়ল নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার। বহু মানুষের হতাহতের আশঙ্কা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত অন্তত ১০।

7c18c32190022f324bce98a976095d4a-56fcf6ed0dd9e

ভেঙে পড়া ব্রিজের তলায় আটক অন্তত ২০০, উদ্ধারকার্য চলছে।

b0606027eb6dd5eb1b2419962138350f-56fcf6f6cb935

পুলিশের সঙ্গে স্থানীয়রাও হাত লাগিয়েছেন। এসেছেন সেনাসদস্যরাও।

36cdb8dd52438eeed5f145c57ebc89c9-56fcf700b38f0

চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। চাপ চাপ রক্ত।

8a02eeee5b2b99d7ebc773bc2d289922-56fcf70fa8ad0

ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ। ব্রিজের তলায় চাপা পড়া অসহায় মানুষ সাহায্যের জন্য আর্তনাদ করছেন।

ভিডিও:

https://youtu.be/InJ15PEc3UI



মন্তব্য চালু নেই