চড় মারার হুমকি দেওয়ায় মন্ত্রীর পদত্যাগ

সমালোচকদের চড় মারার হুমকি দেওয়ার পর পদত্যাগ করলেন পর্তুগালের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি পর্তুগালের দৈনিক পাবলিকোতে প্রকাশিত এক নিবন্ধে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জোওয়াও সোয়ারসের সমালোচনা করে বলা হয়, তিনি অযোগ্য, রুক্ষভাষী ও স্বজনপ্রীতির দোষে দুষ্ট। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সোয়ারস তার ফেসবুকে লেখেন দুই কলাম লেখককে শিক্ষা দেওয়ার জন্য তিনি চড় মারতে চান।

সোয়ারসের এই মন্তব্যের পর তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে শুরু করে। এ ঘটনায় প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টা সোয়ারসকে তিরস্কার করলে তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

সোয়ারস বলেন, ‘আমি আমার মত প্রকাশের স্বাধীনতা পরিত্যাগ করতে পারি না।’

তিনি ক্ষমতাসীন মধ্য বাম সরকারের জন্য কোনো সমস্যাও সৃষ্টি করতে চান না বলেও জানিয়েছেন।

লিসবনের প্রাক্তন মেয়র সোয়ারস পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ছেলে।



মন্তব্য চালু নেই