চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের চেয়ে সহজ গ্রুপে বার্সা

কার্লো আনচেলত্তির অধীনে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দশম শিরোপা জিতলেও গতবার শিরোপাহীন একটি মৌসুম কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। বিবর্ণ সেই অধ্যায় ভুলে চলতি মৌসুম দারুণ কিছু করার প্রত্যাশায় থাকবে রোনালদো-বেল-বেনজেমারা। তবে চ্যাম্পিয়ন্স লিগে ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনার চেয়ে অপেক্ষাকৃত কঠিন গ্রুপে পড়েছে রাফায়েল বেনিতেজের দল।

গতবার মর্যদার চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল শিরোপা জিতে ইতিহাস গড়েছে লা লিগার অপর ক্লাব বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়াররেজরা দারুণ ফর্মে থাকায় বেশ জ্বলমলে একটি মৌসুম কাটিয়েছে কাতালান ক্লাবটি। এবারও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই দারুণ কিছু করার সুযোগ রয়েছে দলটির সামনে। কারণ গ্রুপ ‘ই’ তে বেয়ার লেভারকুজেন, রোমা ও বাতে বরিসভের মতো ক্লাবের সঙ্গে রয়ছে দলটি।

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন্স প্যারিস সেইন্ট জার্মেই, শক্তিশালী শাখতার দোনেৎস্ক এবং মালমোর মতো প্রতিপক্ষের সঙ্গে গ্রুপ ‘এ’ তে পড়েছে রিয়াল মাদ্রিদ।

index

মৌসুম জুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য ইউরোপের সেরা খেলোয়াড়র নির্বাচিত হয়েছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।

চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপপর্বে পর্বে কে কার সঙ্গে

গ্রুপ ‘এ’-প্যারিস সেইন্ট জার্মেই, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, মালমো।

গ্রুপ ‘বি’-পিএসভি, ম্যানচেস্টার ইউনাইটেড, সিএসকেএ মস্কো, ভলফসবুর্গ

গ্রুপ ‘সি’- বেনফিকা, অ্যাটলেটিকো মাদ্রিদ, গ্যালাতেসারাই, আস্তানা।

গ্রুপ ‘ডি’- জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া মনশেনগ্লাডবাখ

গ্রুপ ‘ই’- বার্সেলোনা, বেয়ার লেভারকুজেন, রোমা, বাতে বরিসভ

গ্রুপ ‘এফ’- বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অলিম্পিয়াকোস, ডিনামো জাগরেব

গ্রুপ ‘জি’- চেলসি, পোর্তো, ডায়ানামো কিয়েভ, মাকাবি তেল-আবিব।

গ্রুপ ‘এইচ’- জেনিত, ভ্যালেন্সিয়া, লিয়ন, গেইন্ট।



মন্তব্য চালু নেই