চ্যাম্পিয়নস লিগে সেরা রোনালদো

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের একাদশতম শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা। এবার এর স্বীকৃতিও পেয়ে গেলেন রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডট কম’ এর পাঠক ভোটে সর্বোচ্চ ৬০.৮ শতাংশ ভোটে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ এই তারকা।

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস লিগের আসরে ১৬ গোল করে গোলদাতাদের শীর্ষেও পর্তুগিজ দলপতি। ফাইনালের আগেই তিনি প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুমে ৫০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়েন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৫১ গোল করেন রোনালদো।

রোনালদোর পর ১৬.৬ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় অ্যান্তেনিও গ্রিজম্যান। তাছাড়া সেরা পাঁচে রয়েছেন রিয়ালের আরও দুই খেলোয়াড়। ৯.৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রিয়ালের সার্জিও রামোস। লস ব্লাঙ্কোস শিবিরের অপর তারকা ক্যাসিমিরো ৫.১ শতাংশ ভোট নিয়ে রয়েছেন রামোসের পরের অবস্থানে। ৪.৫ শতাংশ ভোট নিয়ে অ্যাটলেটিকোর দিয়েগো গডিন রয়েছেন পঞ্চম অবস্থানে।



মন্তব্য চালু নেই