চোর সন্দেহে নারীকে পেটালো বস্তিবাসি

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে চোর সন্দেহে মৌসুমী (২৩) নামের এক নারীকে পিটিয়েছে স্থানীয় বস্তিবাসি। এসময় তিনি আহত হলে তাকে জখম অবস্থায় হসপাতালে ভার্তি করা হয়।

শুক্রবার ভোর ৫টার দিকে পৌরসভার রেলস্টেশন পূর্ববস্তি এলাকায় এঘটনা ঘটে। এসময় স্থানীয়দের পিটুনির ফলে মৌসুমী জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সাড়ে তিন ঘণ্টা রেল লাইনের ধারে মৌসুমীকে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। পরে স্থানীয় এক শ্রমিক তাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে এক ভ্যান চালক গুরুতর অবস্থায় মৌসুমীকে নিয়ে এলে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে আঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে।

মৌসুমী বলেন, স্টেশন বস্তি এলাকার একটি বাড়িতে ভোরের দিকে আটা চাইতে গেলে তাকে চোর আখ্যায়িত করে স্থানীয়রা বেধড়ক পিটুনি দিয়ে রক্তাক্ত করে। এরপর তার কিছু মনে নেই।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, অমানবিক নির্যাতনের এমন ঘটনা ঘটে থাকলে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই