চেন্নাইয়ে হাসপাতালে বন্যার পানি, বিদ্যুৎ বিচ্ছিন্নে প্রাণ গেল ১৮ রোগীর

ভারতের তামিলনাড়ুর বন্যায় এবার এক প্রাইভেট হাসপাতালে জেনারেটর রুমে পানি ঢুকে বন্ধ হওয়ায় আইসিইউতে থাকা ১৮ রোগীর মৃত্যু হয়েছে বলে জানয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণান জিনিউজকে জানিয়েছেন, ওই হাসপাতাল থেকে কমপক্ষে ৫৭ জন গুরুতর অসুস্থ রোগীকে বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেয়া হয়, যার মধ্যে ১৮ জনই মারা যায় ‘ তবে এত রোগীর মারা যাওয়ার কারণ স্পষ্ট নয় জানয়ে তিনি বলেন ঘটনার তদন্ত চলছে।

কলকাতাভিত্তিক আনন্দবাজার জানিয়েছে চেন্নাইয়ের নামকরা ওই হাসপাতালে নিহত রোগীরা সব সবাই আইসিইউতে ভর্তি ছিলেন।

তামিলনাড়ুতে গেল কয়েকদিনের ভারি বর্ষনে ডেয়ার নদীপাড়ে অবস্থিত ওই হাসপাতালের জেনারেটর রুমে পানি ঢুকে পড়ে। আর এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে কৃত্রিম অক্সিজেনের সংযোগ বন্ধ হয়ে যায় বলে জানায় সংবাদমাধ্যমটি।

চেন্নাইয়ের রওয়াপেট্টা সরকারি হাসপাতালে শুক্রবার মোট ৪৪টি মরদেহ নিয়ে আসা হয়। তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের বলি অনেকেই। আর ১৪টি দেহ এসেছে মনাপক্কম এলাকার ওই বানভাসি হাসপাতালের আইসিইউ থেকে। মৃত ১৮ রোগীর মধ্যে বাকি চার জনের সরাসরি পরিবারের হাতে তুলে দিয়েছে জানিয়েছে আনন্দবাজার।

বছর চারেক আগে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে ৯৫ জন রোগী মারা গিয়েছিলো।



মন্তব্য চালু নেই